আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার ঘোষক ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শোক দিবসে রাজবাড়ীবাসীকে জানাই শোক বার্তা। ১৯২০ সালের ১৭ মার্চ মহান স্বাধীনতার দ্বীপ শিখা নিয়ে আবির্ভূত হয়েছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “খোকা” নামের ছোট্ট ছেলেটি। যাঁর সু-দীর্ঘ ২৩ বছরের সংগ্রামের ফসল একটি পতাকা, একটি মানচিত্র, একটি দেশ ও বাঙ্গালী জাতীয়তাবাদ। দেশী-বিদেশী ষড়যন্ত্র এবং কতিপয় দেশীয় বিপদগামী সেনাসদস্যের বুলেটের আঘাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদত বরণ করেন ৬দফা আন্দোলনের এই মহানায়ক। তদুপরি তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ ক্ষুধা ও দারিদ্র মুক্ত এবং নিরাপদ রাষ্ট্র হিসেবে বিশ্ব স্বীকৃত। আজকের এই শোক দিবসে অমর এই মহানায়কের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
“স্বাধীনতা বিরোধীদের রুখে দাও, সোনার বাংলাদেশ এগিয়ে নাও”-এই মূলমন্ত্রে উজ্জীবিত হবে রাজবাড়ী জেলা পুলিশ।
(আসমা সিদ্দিকা মিলি, বিপিএম)
পুলিশ সুপার
রাজবাড়ী।