॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে গতকাল ১৪ই আগস্ট বেলা ১১টায় ব্যাংক এশিয়া লিঃ-এর ২০৩৭তম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ফরিদপুর রিজিওনের এরিয়া ম্যানেজার মোঃ আলী আব্বাস, সুপারভাইজার দেবাশীষ চন্দ্র দাস, টিম লিডার মোঃ দোলোয়ার হোসেন, জনতা ব্যাংক লিঃ-এর সাবেক ম্যানেজার দেওয়ান আসাদুজ্জামান, ব্যাংক এশিয়া লিঃ এর এজেন্ট নূর মোহাম্মদ সফি, খানখানাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান হবি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বাজারের ব্যবসায়ীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খানখানাপুরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
