Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কসবামাজাইল ইউপিতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কসবামাজাইলে দিনে দুপুরে তান্ডব চালিয়ে বাড়ীঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটতরাজের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর গতকাল ২৪শে জানুয়ারী দুপুরে পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ পরিদর্শন করেন। নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
জানাযায়, রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক বাগচী, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাশ, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ মিত্র, রাজবাড়ী সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রফুল্ল ভৌমিক, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ কর্মকার, জেলা শ্রীকৃষ্ণ সেবা সংঘের সাংগঠনিক সম্পাদক শ্যামল পোদ্দার, বালিয়াকান্দি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রাম গোপাল চট্টপাধ্যায়, বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সনজিৎ কুমার দাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, সহ-সভাপতি এডভোকেট ভজ গোবিন্দ দে ও কার্তিক সাহা, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম বসাক ও চন্ডিচরন ঘোষ প্রমূখ নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কসবামাজাইল ইউপির দীঘলহাট সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি, কসবামাজাইল ইউপি পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক পল্লব দত্তের বাড়িতে দিনে দুপুরে সন্ত্রাসীদের হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজে ঘর-বাড়ি ও মন্দির, পাশ্ববর্তী বাবলু মুন্সীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটতরাজে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি এবং শামসুদ্দিন মুন্সীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটতরাজে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী পরিদর্শন করেন। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং তাদেরকে সহানুভূতি জানান।
এদিকে ক্ষতিগ্রস্ত বাড়ীঘর পরিদর্শন শেষে নেতৃবৃন্দ দীঘলহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সমবেত হন। সেখানে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক বাগচী, রাজবাড়ী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস ও ক্ষতিগ্রস্ত পল্লব কুমার দত্ত বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ দিনে দুপুরে সন্ত্রাসী কর্মকান্ড ও ধ্বংসযজ্ঞ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।