॥মোখলেছুর রহমান॥ ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালুখালী উপজেলায় ২দিনব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৩শে জানুয়ারী সকাল ১১টায় কালুখালী উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বিজ্ঞান সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, সহকারী শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্টল প্রদর্শন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্টল পরিদর্শন করেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় অন্যানের মধ্যে রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, আখরজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান আইয়ুব আলী, কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শিহাব উদ্দিন, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক আশরাফুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কালুখালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
