॥স্টাফ রিপোর্টার॥ ট্রাফিক সপ্তাহ-২০১৮ উপলক্ষে রাজবাড়ী জেলায় পুলিশ সুপার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে ত্রুটিপূর্ণ-ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে জোরদার অভিযান চলছে।
অভিযানের আওতায় গত ৬ই আগস্ট বিকাল ৫টা থেকে গতকাল ৭ই আগস্ট বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোটরযান আইনে জেলায় মোট ৪১৬টি মামলা হয়েছে।
এরমধ্যে ৩৬১টি চালকের বিরুদ্ধে মামলা এবং ৫৫টি যানবাহনের বিরুদ্ধে হয়েছে। একই সময়ে পুলিশ ৩০টি মোটর সাইকেলসহ মোট ৩৮টি গাড়ী আটক করেছে।
জেলা পুলিশের বিশেষ শাখা সুত্রে জানাগেছে, উল্লেখিত সময়ে ২৬২জন মোটর সাইকেল চালক, ২৩জন বাস চালক, ৭২জন ট্রাক চালক, ৩২টি ট্রাক/পিকআপ গাড়ি, ১০জন মাইক্রোবাস ও ১৫জন প্রাইভেট কারের চালকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের এবং ৩০টি মোটর সাইকেল, ৫টি ট্রাক/পিকআপ, ২টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কার আটক করা হয়েছে।
রাজবাড়ী জেলার সকল উপজেলায় বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে থানা পুলিশসহ বিভিন্ন ইউনিট এবং ট্রাফিক সার্জেন্টরা যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে এই ব্যবস্থা গ্রহণ করেন।