॥কবির হোসেন॥ রাজবাড়ী থানার পুলিশ গতকাল ২৩শে জানুয়ারী দুপুরে সদর উপজেলার খানগঞ্জ বাজার সংলগ্ন অজিত পোদ্দারের বাড়ীর পাশ থেকে মাটির নীচে বোতলের ভিতরের লুকিয়ে রাখা ১৫০টি প্রাচীন মুদ্রা উদ্ধার করেছে।
স্থানীয়রা মাটি খোঁড়াখুড়ি করার সময় মুদ্রাগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর থানার এস.আই বদিয়ার সঙ্গীয় ফোর্সসহ সেখানে গিয়ে উল্লেখিত মুদ্রাগুলো উদ্ধার করেন। ব্রোঞ্জ-তামাসহ বিভিন্ন ধাতুর তৈরী মুদ্রাগুলোর কয়েকটির গায়ে জর্জ কিং এম্পিরিয়র ১৯১৮ মুদ্রিত রয়েছে। ধারণা করা হচ্ছে, মুদ্রাগুলো বৃটিশ আমলের।
খানগঞ্জ থেকে ১৫০টি প্রাচীন মুদ্রা উদ্ধার
