Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলায় ট্রাফিক সপ্তাহের র‌্যালী

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে গতকাল ৫ই আগস্ট সকালে ট্রাফিক সপ্তাহ-২০১৮ উপলক্ষে র‌্যালী বের হয়।
এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় “আইন মেনে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী” এই শ্লোগানকে সামনে রেখে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং সদস্যদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান।
অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আবুল কালাম ভূঞা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, বালিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম মন্টু, সাধারণ সম্পাদক এমরুল হাসান পুলক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া, অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা আবুল বাশার খান ও ৯নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি পুলিশিং অফিসার এস.আই অংকুর ভট্টাচার্য।