Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয়ে দেবদুলাল স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠিত

॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খাগজানা উচ্চ বিদ্যালয়ে গতকাল ৪ঠা আগস্ট দুপুরে দেবদুলাল স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কালুখালী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত দেবদুলালের বড় ভাই পদ্মা ওয়েল কোঃ লিঃ-এর অবসরপ্রাপ্ত জিএম নরেশ চন্দ্র দাস এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবদুলালের আরেক ভাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নজরুল ইসলাম, বিদ্যালয়ের পিটিএ’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা, কালুখালী কলেজের সহকারী অধ্যাপক মোঃ বজলুল রশিদ, খাগজানা কিন্ডার গার্টেনের সভাপতি আঃ রহমান মন্ডল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নরেশ চন্দ্র দাস বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের। দেবদুলাল খাগজানা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় কালাজ্বরে আক্রান্ত হয়ে ১৯৮৮ সালের ১৬ই মে মৃত্যুবরণ করে। এই বৃত্তি প্রদান দেবদুলালের স্মরণে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কিছু সহযোগিতা করা মাত্র। যতদিন বেঁচে আছি বা আমাদের পরিবার যতদিন সচ্ছল থাকবে ততদিন এই বৃত্তি চালিয়ে যাওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি স্বপ্ন মানুষকে তার জীবনের শিখরে নিয়ে যেতে পারে। সেই ধরণের স্বপ্ন দেখতে হবে। ন্যায়-নিষ্ঠাবান, সৎ-সত্যবাদী, কঠোর পরিশ্রমী হলে কেউ তাকে ধরে রাখতে পারে না। কোন কাজকে অবহেলা না করে নিজের কাজ নিজে করতে হবে। তিনি ভবিষ্যতে এই বৃত্তির পরিধি আরো বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
আলোচনা পর্বের শেষে প্রত্যেক শ্রেণী থেকে মেধা অনুসারে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়।