Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে জামালপুর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ গতকাল ৪ঠা আগস্ট ভোরে জামালপুর ইউনিয়নের গুলিরমোড় নামক এলাকা থেকে ৫৪ পিস ইয়াবাসহ বিক্রেতা রাসেল মন্ডল (২৪)কে গ্রেফতার হয়েছে। সে একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবুল বাশার মন্ডলের ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রমজান খন্দকার এবং এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় এএসআই রমজান খন্দকার বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয় সুত্রে জানাগেছে, রাসেল খুবই উচ্ছৃঙ্খল প্রকৃতির। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা করে আসছে। এলাকার মানুষ তার বিরুদ্ধে কোন অভিযোগ কিংবা প্রতিবাদ করতে সাহস পেত না। সে গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষসহ কিশোর-তরুণদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।