॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।
গতকাল ২রা আগস্ট দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোঃ মোহায়মেন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মঞ্জুর হোসেন।
এ সময় ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসন ফকীর, সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা এবং দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর আলী সরদারসহ বিভিন্ন এলাকার কৃষক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের শিল্পী মিলন মন্ডলের পরিচালনায় একদল শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সদস্য তোরাপ আলী শেখ আওয়ামী লীগের দলীয় একটি সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীসহ অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ ও মেলার স্টলগুলো পরিদর্শন করেন।