Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার সেনগ্রাম থেকে ৫মামলার আসামী সন্ত্রাসী কানন বিদেশী অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৩১শে জুলাই দিনগত গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রামে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও হত্যা মামলাসহ ৫টি পৃথক মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী কিলার আবু দাউদ ওরফে কানন (২৮)কে ইউএসএ’র তৈরী ১টি অটোমেটিক পিস্তল ও ২রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে। সে সেনগ্রামের আরশেদ আলী প্রামানিকের ছেলে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই সেকেন্দার হোসেন, এস.আই নুরুল আমীন, এস.আই আমিরুল ইসলাম ও এএসআই রফিকসহ সঙ্গীয় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রামের জনৈক আব্দুস সাত্তার অরফে তুসির বাড়ীর সামনে রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে।
পাংশা মডেল থানার এস.আই সেকেন্দার হোসেন জানান, ধৃত আবু দাউদ অরফে কানন চরমপন্থী সর্বহারা দলের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী। ইউএসএ’র তৈরী ১টি অটোমেটিক পিস্তল ও ২রাউন্ড গুলিসহ তাকে সেনগ্রামের জনৈক আব্দুস সাত্তার ওরফে তুসির বাড়ীর সামনে রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালী থানায় মামলা নং-১৬, তাং-২৬/০৯/২০১২ইং, ধারাঃ ১৯(এ) ১৮৭৮ সালের অস্ত্র আইনে এজাহারভুক্ত, পাংশা মডেল থানা মামলা নং-৬, তাং-১৮/১২/২০১৭ইং, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড হত্যা মামলার সন্দিগ্ধ আসামী, পাংশা মডেল থানা মামলা নং-১, তাং-১/৮/২০১৭, ধারাঃ ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭/১১৪ পেনাল কোড এজাহারভুক্ত, পাংশা মডেল থানা মামলা নং-১৩, তাং-২৯/০১/২০১১, ধারাঃ ৩৪১/৩৬৫/৩৮৫/৩৮৭/৩৪৭/১০৯/৩৪ দঃ বিঃ ও পাংশা মডেল থানা মামলা নং-৪, তাং-৬/২/২০১২, ধারা ৩৪১/৩০৭/৩২৬/৩২৫/৩২৪/৩২৩/৩৮৫/৩৮৭/১০৯ দঃ বিঃ মামলা রয়েছে।
এদিকে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় আবু দাউদ ওরফে কাননের বিরুদ্ধে গতকাল ১লা আগস্ট এস.আই সেকেন্দার হোসেন বাদী হয়ে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করছেন।