॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গত ৩১শে জুলাই রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন ঈদগাঁপাড়া এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ ঈদগাঁপাড়ার ফজলুর রহমানের ছেলে শফিকুর রহমান তুহিন(৪৮) এবং বড়বাজার লাট্টুপাড়া এলাকার ইসলাম শেখের ছেলে হৃদয় শেখ। অভিযানের সময় তাদের নিকট থেকে ৪০৩ পিস ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রিত ২৫ হাজার ৬২৪ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তরপূর্বক র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
