Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সামান্য বৃষ্টিতেই বালিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা!

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ সামান্য বৃষ্টি হলেই রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পানি জমে যায়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়।
গতকাল ১লা আগস্ট সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সারা মাঠ জুড়ে পানি জমে রয়েছে। সেই পানি মাড়িয়েই চলাচল করতে হচ্ছে। বিদ্যালয়ের আঙিনা নীচু হওয়ায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি নামলেই এই দুরবস্থার সৃষ্টি হয়। বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত উপজেলা পরিষদের লেকের পানি নিষ্কাশন পথ বন্ধ থাকায় ভারী বৃষ্টি হলে মাঠের পাশাপাশি শ্রেণীকক্ষের মধ্যেও পানি ঢুকে পড়ে আটকে থাকে। এতে পাঠদানের সমস্যাসহ নোংরা পানিতে চলাচলের কারণে অনেক শিক্ষার্থীই পানিবাহিত রোগে আক্রান্ত হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই সমস্যাটির সমাধান হবে।