Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা সমাধানসহ ৩দফা দাবীতে মানববন্ধন

॥স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা সমাধানসহ ৩দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।
গতকাল ৩১শে জুলাই সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন মৃধা, সদস্য সচিব চৌধুরী সাজ্জাদ আরেফিন, সদস্য আঃ রাজ্জাক, জহুরুল হক, সমর কান্তি হালদার ও জিয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশপ্রেম বিবর্জিত কতিপয় কারিগরি আমলার ষড়যন্ত্রে ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এ উদ্দেশ্যমূলকভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ‘সুপারভাইজার’ হিসেবে সংজ্ঞায়িত করে বিতর্কিত গেজেট জারি করে। এ প্রেক্ষিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র-শিক্ষকদের তীব্র আন্দোলনের মুখে সরকার বিতর্কিত বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু ওই একই ষড়যন্ত্রকারীদের চক্রান্তের ফলে অদ্যাবধিও সংশোধিত গেজেট প্রকাশিত হয়নি। অনুরুপভাবে পেশাগত বিষয়ে সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পেশাগত সমস্যাসমূহের সমাধান এখনো হয়নি। আমাদের পেশাগত সমস্যার সমাধান ও দাবী মানা না হলে আগামীতে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।