॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন গত ৩০শে জুলাই সকালে জামালপুর ইউনিয়নের আলোকদিয়ার মৌজায় বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির দখল থেকে ০.৬৯ শতাংশ সরকারী খাস জমি উদ্ধার করেছে।
জানাগেছে, পার্শ্ববর্তী মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের শহিদুল ইসলাম গাজনা সমবায় সমিতির কাছ থেকে টেন্ডারের মাধ্যমে ৯১৯ নং আরএস এবং ১৬৯২ ও ১৬৯৩ নং বিএস দাগের ১০ শতাংশ জমি কিনে দোকান ঘর নির্মাণের মাধ্যমে ভোগ-দখল করছেন। ওই জমির মধ্যে ১৬৯৩ নং বিএস দাগের ০.৬৯ শতাংশ জমি সরকারী খাস জমির অন্তর্ভুক্ত হওয়ায় উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে সেই খাস জমি উদ্ধার করে লাল নিশান টানিয়ে দেয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব উর রহমান আশিক, বালিয়াকান্দি ভূমি অফিসের সার্ভেয়ার রাসেল শেখ এবং জামালপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সুকুমার দত্তসহ বালিয়াকান্দির থানা পুলিশ উপস্থিত ছিলেন।