Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কৃতি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ আয়োজিত পিএসসি, জেএসসি, জেডেসি, এসএসসি ও এইচএসসি এবং সমমনা সকল বিভাগের জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গতকাল ২৯শে জুলাই দুপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বলেন, তোমরা মেধাবী বলেই তোমাদের সম্মাননা জানানো হচ্ছে। তোমাদের দেখায় আগামীতে আরো সবাই পড়াশুনায় মনোযোগী হবে। এ ধরনের সুন্দর অনুষ্ঠানের আয়োজন করায় ছাত্রলীগকে ধন্যবাদ প্রদান করেন। পাশাপাশি তাদের বলেন, এসব ভালো স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরকে আগামীতে আওয়ামী লীগে নিয়ে আসতে হবে। পড়াশুনার পাশাপাশি এদেরকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত করতে হবে। তাহলে সংগঠন অনেক শক্তিশালী হবে। এদের মেধা কাজে লাগালে দেশ সামনের দিকে অনেক এগিয়ে যাবে। পরে তিনি প্রত্যেক কৃতি শিক্ষার্থীদের হাতে একটি করে সম্মাননা ক্রেস্ট, বঙ্গবন্ধুর আতœজীবনী বই এবং একটি করে রজনী গন্ধার ষ্টীক তুলে দেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নির্মল কুমার চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস মোল্যা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।