॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ২৯শে জুলাই কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম।
অন্যান্যের মধ্যে কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাওয়া খাতুন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউপি সদস্য জামির হোসেন জয়, মোঃ জাফর খান, শিশির কুমার শিকদার, আঃ করিম মোল্লা, শহর আলী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান স্কুল-কলেজের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেন এবং সমাজ থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গীবাদের মত অপরাধ দূর করতে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।