Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল ২৮শে জুলাই সকালে উপজেলার হাবাসপুর ইউপির আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ আদর্শ একাডেমীতে শিক্ষার মানোন্নয়নে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
তিনি বলেন, অত্র এলাকায় অনেক গুণীজনের জন্ম হয়েছে। তাদের উজ্জ্বলতা ধরে রাখতে হবে। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে আদর্শ মানুষ হওয়ার স্বপ্ন জাগাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা সম্ভাবনা চহ্নিত করে সফলতার জন্য এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাসে পাঠদান করাসহ শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচরণ করার গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার তথ্য প্রযুক্তি ব্যবহার এবং দাপ্তরিক কার্যক্রম যথাযথভাবে পালনের দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় সরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ের অসুস্থ্য প্রধান শিক্ষক মোঃ ছানা উদ্দিনের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম। সভায় পাংশা উপজেলার বিভিন্ন হাইস্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধান অতিথি রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ আদর্শ একাডেমী চত্বরে ফলজ বৃক্ষচারা রোপন করেন। এছাড়া ছাত্র-ছাত্রীদেরকে মাদকের সাথে জড়িত না হওয়ার পরামর্শ দিয়ে মাদকের কুফল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন তিনি।