Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজে বৃক্ষরোপণ

॥স্টাফ রিপোর্টার॥ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল ২৪শে জুলাই সকালে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজে বৃক্ষরোপণ করা হয়েছে। ‘একজন বন্ধু, দু’টি গাছ’ স্লোগানকে সামনে রেখে এই বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর। প্রথম আলো বন্ধুসভার সভাপতি শামীমা আক্তার মুনমুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ একেএম ইকরামুল করিম, প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বন্ধুসভার সাধারণ সম্পাদক সি.এস শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইফফাত আরা অনন্যা, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ফয়সাল এবং যোগাযোগ সম্পাদক শরিফুল ইসলামসহ বন্ধুসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর বলেন, প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগ প্রশংসনীয়। গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। আমাদের বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ জানান এবং এ ধরনের ভালো কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।
বন্ধুসভার সভাপতি শামীমা আক্তার মুনমুন বলেন, গত বছর প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সারা দেশে ৭১ হাজার গাছ লাগানো হয়েছিলো। এবারও গাছ লাগানো শুরু হয়েছে। এই অভিযান সফল করতে তিনি প্রত্যেক বন্ধুকে অন্তত দু’টি করে গাছ লাগানোর আহ্বান জানান।