Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব সমাপ্ত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় গতকাল ২১শে জুলাই রাতে অফিসার্স ক্লাব মঞ্চে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব সমাপ্ত হয়েছে।
রাত ১০টায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড.ফকীর আব্দুর রশিদ এবং পাংশার ইয়াকুব আলী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব।
বিশেষ অতিথি অনুষ্ঠানে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম সেবা, জেলা প্রশাসকের সহধর্মিনী মিসেস মর্জিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশেক হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন, জেলা তথ্য অফিসার মোঃ মোক্তার আলী মল্লিক, জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় সুধীজনেরাসহ উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীগণ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি বলেন, আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি থাকার সময় রাজবাড়ী জেলার সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে অনেক কাজ করেছি। যার ফলে রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গন অনেক সমৃদ্ধ হয়েছে। বর্তমান সাংস্কৃতিক অঙ্গনকে আরও উন্নয়নের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমীকে আরও বড় পরিসরে সম্প্রসারিত করার পরিকল্পনা হাতে নিয়েছিলাম। কিন্তু শহরের মধ্যে জায়গার স্বল্পতার জন্য সেটি করা সম্ভব হয়নি। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মাদক থেকে দূরে থাকা সম্ভব। আমাদের সকলকে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় বিকশিত করা উচিত। যাতে ভবিষ্যৎ প্রজন্ম মাদক থেকে দূরে থাকে। বর্তমান প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে দেশের উন্নয়নে কাজ করছেন। যার ফলে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও দেশকে ২০২১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রূপে প্রতিষ্ঠিত করতে আমাদের সকলকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। যাতে আমাদের বাংলাদেশকে তিনি স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত করতে পারেন।
এছাড়াও তিনি তার বক্তব্যে অংশগ্রহণকারী সকল সাংস্কৃতিক সংগঠনসহ এই সাংস্কৃতিক উৎসবের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় এবারই প্রথম সারা দেশের প্রতিটি জেলায় একযোগে এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। যাতে জেলার প্রতিটি উপজেলার সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেছে। রাজবাড়ী জেলার সাংষ্কৃতিক পরিবেশনাগুলো অত্যন্ত উচ্চমানের গর্ব করার মতো। বাংলাদেশের অন্য যে কোন জেলার তুলনায় রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গন অত্যন্ত সমৃদ্ধ। দুই দিনের সাংস্কৃতিক উৎসবে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে তাদের সকল পরিবেশনাই ছিল অত্যন্ত সুন্দর ও সাবলীল। আমি উৎসবে অংশগ্রহণকারী সকলকে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিগণ অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। সনদপত্র বিতরণ শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর একমাত্র অ্যাক্রোবেটিক দলের শিল্পীরা মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক শো প্রদর্শন করে।