Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ॥ফেরী পারাপার ব্যাহত॥মানুষের দুর্ভোগ

॥আবুল হোসেন॥ বৈরী আবহাওয়ার কারণে পদ্মা এবং যমুনা নদী উত্তাল থাকায় রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌরুটে গতকাল ২১শে জুলাই বেলা এগারটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
ফলে লঞ্চ পারাপার যাত্রী ফেরীতে নদী পাড়ি দিচ্ছে। এছাড়া নদী উত্তালের কারণে ফেরী চললেও পূর্বের তুলনায় ট্রিপ সংখ্যা অনেক কমে গেছে। উভয় ঘাটে আটকা পড়ছে গাড়ি। দুর্ভোগের কবলে পড়ছে শত শত মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় জানায়, গতকাল শনিবার সকাল থেকে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরী চলাচল ব্যাহত হচ্ছিল। গুড়ি গুড়ি বৃষ্টি ও নদীতে বাতাস থাকায় পদ্মা উত্তাল হয়ে পড়ে। এক পর্যায়ে নদীতে বড় বড় ঢেউ সৃষ্টি হলে দুর্ঘটনা এড়াতে বেলা এগারটা থেকে এই নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদী এখন পর্যন্ত(সন্ধ্যা ৬টা) শান্ত না হওয়ায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ পারাপার যাত্রীদের ফেরীতে নদী পাড়ি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক(ট্রাফিক) ফরিদুল ইসলাম জানান, এ রকম আবহাওয়া থাকলে রবিবার সকাল আটটা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৮টার পর থেকে লঞ্চ চলাচল করবে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে নৌপথ উত্তাল থাকায় ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। আগের থেকে ফেরী পারাপার প্রায় দ্বিগুন সময় বেশি লাগছে। ২৪ ঘন্টায় ১০ থেকে ১২টি ট্রিপ সংখ্যা কমে এসেছে। দ্রুত নদী পাড়ি দিতে না পারায় দৌলতিদয়া ও পাটুরিয়া ঘাটে কয়েক’শ গাড়ি আটকা পড়ে আছে। গতকাল শনিবার সন্ধ্যার আগ পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহি বাসসহ অন্তত তিন শতাধিক যানবাহন আটকা পড়ে থাকতে দেখা যায়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, ছোট-বড় মিলিয়ে ১৬টি ফেরী চললেও বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ট্রিপ সংখ্যা অনেক কমে গেছে। উভয় ঘাটে আটকা পড়ছে গাড়ি। দীর্ঘ সময় ঘাটে আটকে থাকায় দুর্ভোগে পড়ছে শত শত মানুষ।