Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাসের হার শতকরা ৬৬ দশমিক ৬৪ শতাংশ॥এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ

॥স্টাফ রিপোর্টার॥ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল ১৯শে জুলাই সকালে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন।
শিক্ষা মন্ত্রী ছাড়াও কারিগরি ও মাদ্রাসাসহ ১০টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ নিজ নিজ শিক্ষাবোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান। নেত্রকোনা জেলা এ সময় গণভবনের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল।
এ বছর সারা দেশের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাসের হার শতকরা ৬৬ দশমিক ৬৪ শতাংশ, যা গতবারের চাইতে ২ দশমিক ২৭ শতাংশ কম। মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৬ লাখ ৮০ হাজার ৮৮৪ জন ছিল ছাত্রী। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮ হাজার ৯৪৫টি। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন, জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন, শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪শ’টি এবং কোন শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টি। এইচএসসি’তে ৮টি শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৭৮ দশমিক ৬৭ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৭৫ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
উল্লেখ্য, এ বছরের এইচএসসি এবং সমমানের আলিম, এইচএসসি(কারিগরি), এইচএসসি(বিজনেস ম্যানেজমেন্ট) এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা দেশের ৮টি শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হয়।