॥স্টাফ রিপোর্টার॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আজ ২০শে জুলাই থেকে অফিসার্স ক্লাব মঞ্চে শুরু হতে যাচ্ছে ২দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব-২০১৮।
বিকাল ৫টায় উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এবং সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-প্রধান মোঃ শামীম খান, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম এবং রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর উপস্থিত থাকবেন।
আগামীকাল ২১শে জুলাই রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং সম্মানিত বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী উপস্থিত থাকবেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফকীর আব্দুর রশীদ এবং পাংশার ইয়াকুব আলী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল ওহাব।
সাংস্কৃতিক উৎসবে স্থানীয় শিল্পীদের দ্বারা দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লী গীতি, লালন গীতি, লোক গীতি, আঞ্চলিক গান, জারি সারি, মুর্শিদী গান ইত্যাদি পরিবেশিত হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সরকারের জনকল্যাণমূলক কর্মকান্ড ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকান্ডের উপর নির্মিত তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে।