Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলার বাহাদুরপুরে ট্রিড হেলথ কার্নিভাল ও শীতবস্ত্র বিতরণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল ১৯শে জানুয়ারী দুপুরে ট্রিড হেলথ কার্নিভাল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের সাবেক পরিচালক(স্বাস্থ্য) ডাঃ মোঃ সাইদুর রহমান সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাচিপ’র সভাপতি প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল বক্তব্য রাখেন।
প্রধান অতিথি সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা তরুণদের উদ্দেশ্যে বলেন, জীবনকে জয় করার জন্য যুদ্ধ করতে হবে। সকল বাঁধা-বিপত্তি দূর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনের লক্ষ্য সুখী হওয়া। অন্যকে সুখী করার মধ্য দিয়েই সুখ আসে।
প্রধান অতিথি মোহাম্মদ আবু হেনা ছোটবেলার স্মৃতিচারণ করে বলেন, কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাফেরা করেছি। গ্রামকে ভুলতে পারি না। বছরে একাধিকবার গ্রামে ফিরে আসি। শেকড় ভুলে গেলে চলবে না। মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। নতুন প্রজন্মকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে উৎসাহিত করতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আমাদের স্বজনরা ভালো থাকবে। ছাত্র-ছাত্রীদের নার্সিং করতে অভিভাবক ও শিক্ষকদের আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি স্বাচিপ’র সভাপতি প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ফ্রি মেডিকেল ক্যাম্প বিশেষ উদ্যোগ। তিনি উল্লেখ করেন কয়েক বছর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আবু হেনার আহবানে পাংশা কলেজে মরহুম মোসলেম উদ্দিন মৃধা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আজকেও তারই আহবানে মেডিকেল শিক্ষার্থীরা ট্রিড সংগঠনের ব্যানারে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। পাংশা তথা রাজবাড়ী জেলায় এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সাবেক পরিচালক(স্বাস্থ) ডাঃ মোছাদ্দেক আহমেদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল ও ড.নিহাল উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এরআগে প্রধান অতিথি সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা ও বিশেষ অতিথি স্বাচিপ’র সভাপতি প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান বাহাদুরপুর বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া অতিথিবৃন্দ বাহাদুরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।
জানাযায়, বেশ কিছু সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ৫০ জন চিকিৎসক বাহাদুরপুর বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২হাজার ৫শত রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন উপলক্ষ্যে বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল বাহাদুরপুর ইউনিয়ন পরিষদসহ বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় ও বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তোরণ নির্মান ও বর্ণিল ভাবে সাজান। এতে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।