॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গত ১৬ই জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন খাজানগর গ্রামের নিজ বাড়ী থেকে ২টি এয়ারগান, ৫২৮টি এয়ারগানের গুলি, ২৩ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ১০৭ পিস ইয়াবাসহ রাজিব আহম্মেদ(২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রাজিব আহম্মেদ খাজানগর গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে। উদ্ধারকৃত আলামতসহ তাকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তরপূর্বক র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছে।
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে অস্ত্র গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
