॥রফিকুল ইসলাম॥ পল্লী বিদ্যুতের আগ্রাসনের প্রতিবাদে ওজোপাডিকো রাজবাড়ীর পক্ষ থেকে গতকাল ১৯শে জানুয়ারী বেলা ১১টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসক জিনাত আরা এবং পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদানের সময় ওজোপাডিকো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার, সহকারী প্রকৌশলী শেখ সাহাবুদ্দিন, জেলা ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের(বি-২১৩৮) সভাপতি মোঃ লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক অলোক কুমার চক্রবর্তী, কার্যকরী সভাপতি মোঃ শাহাজাহান, সহ-সভাপতি মোশারফ হোসেন, সনদ কুমার সাহা, নুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী(গোয়ালন্দ) গোপাল চন্দ্র সরকার, উপ-সহকারী প্রকৌশলী(পাংশা) হুমায়ুন কবির ও মেহেদী হাসান, উপ-সহকারী প্রকৌশলী(রাজবাড়ী) রুবেল হোসেন ও হাবিবুল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী(বালিয়াকান্দি) বাপ্পী কুমার দাস, উচ্চমান সহকারী মোঃ মিজানুর রহমান, পিচরেট সমিতির নান্নু মোল্লা, রব্বানী মোল্লা, আবুল কালাম, আঃ গফুর বিশ্বাস, মজিদ মন্ডল, জাহিদ হোসেন, কাজী শাহজাহান, নুরুদ্দিন শেখ, শাহাবুদ্দিন, মোক্তার হোসেন, আব্দুল আলিম, আব্দুল জলিল, ফুয়াদ ও মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে ওজোপাডিকো লিঃ-এর ভৌগলিক এলাকা ও নির্মিত বিদ্যুৎ বিতরণ লাইন অন্যায়ভাবে পল্লী বিদ্যুতে হস্তান্তর প্রক্রিয়ার এবং প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-উদ্দেশ্য পরিহার করে পল্লী বিদ্যুতের শহরমুখী আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন দাবী তুলে ধরা হয়। বিদ্যুৎ অফিস থেকে বিক্ষোভ মিছিল করে এসে এই স্মারকলিপি প্রদান করা হয়।
ওজোপাডিকোর বিদ্যুৎ লাইন পল্লী বিদ্যুতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে স্মারকলিপি
