Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নানা ধরণের উপকরণ বিতরণ

॥আবুল হোসেন॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা গতকাল ১৫ই জুলাই সকালে প্রাথমিক-প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নানা ধরণের সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং এসব সামগ্রী বিতরণ করেন শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নারগিস পারভীন ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল, অন্যান্যের মধ্যে গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গত অর্থ বছরের এডিবির বিশেষ বরাদ্দকৃত প্রায় ৪০ লাখ টাকা ও শিক্ষা প্রতিমন্ত্রীর বিশেষ থোক বরাদ্দকৃত অর্থ দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টি সিলিং ফ্যান, ১৬০টি ফুটবল, ৫টি ভলিবল, ১০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর, ৪৬টি সেলাই মেশিন, ৪০টি ক্রিকেট সেট ও ৩ হাজার টিফিন বক্সসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।