॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিতরণ করা হয়েছে। গতকাল ১৫ই দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নারগিস পারভীন, জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া এবং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল।
এ সময় গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সভাপতি মুহাম্মদ বাবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার তিনটি গ্রুপের চারটি বিষয়ে মোট ৮জনকে পুরস্কৃত করাসহ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেণী শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও প্রাইজমানি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন, আমি পরীক্ষার হলে দাঁড়িয়ে থেকে দেখেছি পরীক্ষার্থীরা এখন নকল করে না। পাশের হার কম হলেও নকলমুক্ত ও প্রশ্নপত্র ফাঁস রোধ করে স্বচ্ছভাবে পরীক্ষা নিশ্চিত করায় ফলাফলের ক্ষেত্রে পাশের হার কিছুটা কম হলেও তাতে কোন অসুবিধা নেই। কারণ এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটে। আমরা বিগত এইচএসসি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছভাবে অনুষ্ঠিত করতে পেরেছি। শিক্ষার্থীরা পড়াশোনা করে পরীক্ষার হলে যায়। তাদের প্রতি শিক্ষকদের আরো যতœশীল হতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে নিজ সন্তান মনে করে তাদেরকে গড়ে তুলতে হবে। শিক্ষকদের হাতেই জাতির ভবিষ্যত। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, তোমাদের ছোটবেলা থেকেই সৃজনশীল চিন্তা লালন করে নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।