Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদরের আহলাদীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে পল্লী বিদ্যুতের লাইনম্যান মিন্টুর বিরুদ্ধে থানায় মামলা

॥স্টাফ রিপোর্টার॥ স্ত্রী ইশরাত জাহান আশা (২২)কে হত্যার অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান ওবায়দুল ইসলাম মিন্টু(২৮) এর বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মামলা গত ৯ই জুলাই থানায় রেকর্ড হয়েছে।
গত ১৪ই জুন ওবায়দুল ইসলাম মিন্টুর শ^াশুড়ী মজিদা বেগম (৪০) বাদী হয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-১৫, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ১১ (ক)। মামলার একমাত্র এজাহারভূক্ত আসামী ওবায়দুর রহমান মিন্টু নওগাঁ জেলার মান্দা উপজেলার মীরপুর মোল্লাপাড়া গ্রামের আঃ রশিদ তোফাজের ছেলে।
জানাযায়, ৪বছর আগে মিন্টুর সাথে একই উপজেলার গনেশপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে ইশরাত জাহান আশার বিয়ে হয়। বিয়ের পর আহলাদীপুর পল্লী বিদ্যুত অফিসে চাকুরী করার সুবাদে মিন্টু স্ত্রী আশাকে নিয়ে একই এলাকার জায়েদ আলী মোল্লার বাড়ীতে ভাড়া থাকতো। ওই ভাড়া বাড়ীতেই মিন্টু ৩লক্ষ টাকা যৌতুকের দাবীতে স্ত্রী আশাকে নির্যাতন করতো। বিষয়টি আশা মোবাইলে তার মা মজিদা বেগমকে জানাতো। কিন্তু স্বামীর হাত থেকে নিজেকে শেষ করতে পারেনি। গত ৮ই জুন ওই ভাড়া বাড়ীর শোবার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় আশার মৃত দেহ পাওয়া যায়। মোবাইলে খবর পেয়ে আশার মা মজিদা বেগম এসে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। তার ধারণা মিন্টু তার মেয়ে আশাকে যৌতুকের দাবীতে গলায় ওড়না পেছিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরে কৌশলে মিন্টু বাড়ীওয়ালা জায়েদ আলী মোল্লাকে দিয়ে রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করায়।
এ ঘটনায় নিহত আশার মা মজিদা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি রাজবাড়ী থানায় রেকর্ড হয়।