Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দ বাজারে এক রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি॥প্রতিবাদ সভা

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারে গত ৪ঠা জুন দিনগত মধ্যরাতে দুর্বৃত্তরা দুটি বড় কাপড় ও একটি মুদিখানা দোকান থেকে নগদ টাকাসহ প্রায় তিন লক্ষ টাকার সম্পদ চুরি করেছে।
দুর্ধর্ষ এ চুরির ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে ব্যবসায়ীরা সমাবেশ করেছে।
গোয়ালন্দ বাজারের ব্যবসায়ীরা জানান, কাপড় বাজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন মিয়া গতকাল বৃহস্পতিবার সকালে বাজারে এসে তার ‘তানভিনা গার্মেন্সের’ শার্টারের তালা ভাঙ্গা দেখেন। এ সময় ক্যাশ বাক্স থেকে দুর্বৃত্তরা ব্যবসায়ীদের তোলা আয়কর পরিশোধের এক লাখ ২০ হাজার এবং তার নিজের রাখা প্রায় ৪০ হাজার টাকা খোয়া গেছে। বেশ কয়েকটি দামী লুঙ্গিও নিয়ে গেছে। এছাড়া বাজারের ‘বিসমিল্লাহ ক্লথ স্টোরে’র শার্টারের তালা ভেঙ্গে নগদ প্রায় ১০ হাজার টাকা, একটি দামী মোবাইল এবং বেশ কয়েকটি শাড়ি কাপড় নিয়ে গেছে। একইভাবে বাজারের ‘আকাশ ট্রেডার্স’ নামক পাইকারী মুদিখানা দোকানের শার্টারের তালা ভেঙ্গে নগদ প্রায় ১৫ হাজার টাকা ও ১লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে দোকান মালিক জাহিদ বেপারী দাবী করেন।
সংবাদ জানাজানি হলে গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
চুরির ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা বেলা সাড়ে এগারটার দিকে কাপড় বাজারের দোকানপাট বন্ধ রেখে ঘটনার প্রতিবাদে সমাবেশ করে। এতে কাপড় বাজার ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী কাঞ্চন বক্তব্য রাখেন। এ সময় এসোসিয়েশনের সহ-সভাপতি ও বিসমিল্লাহ ক্লথ স্টোরের মালিক আব্দুস সালাম শেখ, ওসমান মোল্যা, বাবু মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া, ব্যবসায়ী নেতা জামাল খান, স্মারক জাকির, সোহরাব হোসেন, কোরবান আলী, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন, ব্যবসায়ীবৃন্দের সাথে বসে প্রয়োজনীয় দিক ঠিক করার পাশাপাশি অপরাধীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এছাড়া বাজারে পাহারাদার বাড়ানোর সাথে পুলিশ পাহারার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।