॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী বাজারে পৌরসভার কর্তৃক দোকানের ঝাপ উচ্ছেদ অভিযান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান এবং কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস কর্তৃক ব্যবসায়ীদের হয়রানীর বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপির উপস্থিতিতে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সাথে আলোচনা করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী।
গতকাল ৫ই জুলাই দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, জজ কোর্টের পিপি এডঃ উজির আলী শেখ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাবসহ বাজার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাকালে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী সাম্প্রতিককালে রাজবাড়ী বাজারে পৌরসভা কর্তৃক উচ্ছেদ অভিযান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা এবং এক্সাইজ ও ভ্যাট অফিস কর্তৃক ভ্যাট আদায়ের নামে ব্যবসায়ীদেরকে হয়রানীর ঘটনা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী স্বল্প সময়ের মধ্যে পৌরসভার মেয়র, চেম্বাব-অব কমার্স এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা আয়োজন করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।