Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

॥স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহায়তায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আজ ১৯শে জানুয়ারী থেকে ২১শে জানুয়ারী পর্যন্ত ৩দিনব্যাপী অনুষ্ঠিতব্য ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে গতকাল ১৮ই জানুয়ারী বেলা ১২টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিনাত আরা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহৃদ সালেহীন ও সাদিয়া শাহনাজ খানমসহ রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক জিনাত আরা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১০ সাল থেকে এটুআই প্রকল্পের সহায়তায় রাজবাড়ী জেলা প্রশাসন জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল উদ্ভাবনী মেলা সেবা প্রদানকারী ও গ্রহণকারীর মধ্যে সংযোগ স্থাপন করে। এই মেলার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মধ্যে জনকল্যাণমুখী ই-সেবা প্রদানের একটি ইতিবাচক প্রতিযোগিতা শুরু হয়েছে এবং প্রতিষ্ঠানগুলো একে অপরের অভিজ্ঞতার মধ্য দিয়ে সমৃদ্ধ হচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সহজে, দ্রুততম সময়ে এবং স্বল্প খরচে নাগরিক সেবা প্রদানে সরকারের উদ্যোগ সম্পর্কে নাগরিক সচেতনতা বৃদ্ধির সেবা প্রদানকারী এবং গ্রহণকারীর মধ্যে আস্থার সম্পর্ক তৈরীর ক্ষেত্রে ডিজিটাল উদ্ভাবনী মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবারের মেলায় বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে নাগরিক সেবা প্রদান কার্যক্রমকে উপস্থাপন করা হবে। মেলা প্রাঙ্গণে সরকারী ই-সেবা ও জনগণের দোরগোড়ায় সেবা বিষয়ক তথ্যাদি উপস্থাপন করা হবে। পাশাপাশি মেলা প্রাঙ্গণ থেকে সেবা গ্রহণের সুযোগ থাকবে। মেলায় শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক ইনোভেটিভ উদ্যোগ এবং সরকারী-বেসরকারী শ্রেষ্ঠ উদ্ভাবন/আইডিয়াসমূহ উপস্থাপন করা হবে। এ মেলায় বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার, শ্রেষ্ঠ পোস্ট ই-সেন্টার, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ নাগরিক সেবায় উদ্ভাবন বাস্তবায়নকারী, শ্রেষ্ঠ উপজেলা টিম, শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী দপ্তর, শ্রেষ্ঠ পোর্টালের দপ্তর, শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক ও শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী স্টলকে পুরস্কার প্রদান করা হবে। মেলায় আরও থাকবে রাজবাড়ী ব্র্যান্ডিং বিষয়ক সেমিনার, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, মাদক বিরোধী সাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজী প্রদর্শনী।
তিনি আরও বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সরকারের অঙ্গীকার। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যই হচ্ছে আর্থ-সামাজিক উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নে তথ্য প্রযুক্তির লাগসই ব্যবহার নিশ্চিত করা ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করা। তিনি সেবামূলক কর্মকান্ডে সরকারী-বেসরকারী পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনকে ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক বলেন সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলাও ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ ও সেবা প্রদানে পিছিয়ে নেই। সাধারণ মানুষের ব্যবহারের জন্য নতুন নতুন সেবার উদ্ভাবন হচ্ছে। অধিক সংখ্যক সরকারী প্রতিষ্ঠান সেসব সেবা ও প্রযুক্তি নিয়ে জনগণের কাছে যাচ্ছে। আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি ডিজিটাল প্রযুক্তি সেবা পাওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি অনেকখানি লাঘব করেছে। এখন মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, মানুষ এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, মানুষের গড় আয়ু বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, নারী সমাজের উন্নয়ন হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আগামী ২০২১ সালের মধ্যে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে দেশ এগিয়ে চলেছে।
রাজবাড়ী জেলার সকল বিভাগ কর্মকর্তাগণ পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে জেলা প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করে যাচ্ছেন। এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারী-বেসরকারী সংস্থার ডিজিটাল কার্যক্রম ও সেবাসমূহের বিশদ তথ্য তুলে ধরা হবে এবং তাৎক্ষণিক সেবা ও পরামর্শ প্রদান করা হবে। উল্লেখ্য, এ মেলার মিডিয়া পার্টনার রাজবাড়ী জেলার সর্বাধিক প্রচারিত দৈনিক মাতৃকন্ঠ