Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী-ভাটিয়াপাড়া রুটে আরো দুইটি ট্রেনের দাবী এলাকাবাসীর

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০১৩ সালে রাজবাড়ী জেলার কালুখালী-গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রুটে ট্রেন চলাচল শুরু হয়।
শুরুতে ১টি আন্তঃ নগর ট্রেন দেয়া হলেও সেটি সব স্টেশনে না থামায় জনদাবীর প্রেক্ষিতে ২০১৭ সালের আগস্ট থেকে ট্রেনটি প্রত্যাহার করে সেখানে লোকাল ট্রেন দেয়া হয়। ট্রেন চলাচল শুরু হওয়ার পর এই রেলপথে যাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও মাত্র ১টি লোকাল ট্রেনের কারণে বিপুল সংখ্যক যাত্রী সেবা বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় ওই রুটে অন্তত ১টি আন্তঃনগর ও আরও ২টি লোকাল ট্রেন চালু করার দাবী উঠেছে।
আন্তঃ নগর ট্রেনটিতে যাত্রীরা সুলভে ও স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারলেও সুবিধা পেত মাত্র কয়েকটি এলাকার মানুষ। ট্রেনটি কালুখালী থেকে ছেড়ে ভাটিয়াপাড়ার মধ্যে বহরপুর, মধুখালী, বোয়ালমারী, কাশিয়ানী ও সসরাইল স্টেশনে থামতো। মাঝের রামদিয়া, আড়কান্দি, জামালপুর, ঘোড়াখালী, সাতৈর, ব্যসপুরসহ কয়েকটি স্টেশন এলাকার যাত্রীরা বঞ্চিত হতো। এখন বৈষম্য নিরসন হলেও মাত্র ১টি ট্রেন হওয়ার কারণে জনগণ কাঙ্খিত সেবা নিতে পারছে না।