Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা শহরের রাঁধুনী হোটেলসহ ৩টি দোকানে চোর চক্রের হানা

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের সাব-রেজিস্ট্রি অফিসের অদূরে রাঁধুনী হোটেলসহ পৃথক ৩টি দোকানে গত ৩রা জুলাই গভীর রাতে চোরচক্র হানা দেয়।
জানাযায়, গত মঙ্গলবার গভীর রাতে চোর চক্রের সদস্যরা আমিরুল ইসলাম ইকু ও মনজুর মোরশেদের যৌথ মালিকানাধীন রাঁধুনী হোটেল এন্ড সুইট, আলমগীর হোসেনের এমদাদীয়া লাইব্রেরী ও মোঃ নজরুল ইসলামের বিসমিল্লাহ টাইলস দোকানের সাটারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
রাঁধুনী হোটেল এন্ড সুইট দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে নগদ প্রায় ৫হাজার টাকা, দোকানের কিছু মিষ্টি ও সেভেন-আপ, কোক পানীয় খাওয়াসহ চুরি হয়। ক্ষতির পরিমান প্রায় ১৫হাজার টাকা হবে বলে জানান দোকানের মালিক আমিরুল ইসলাম ইকু।
এমদাদীয়া লাইব্রেরীর আলমগীর হোসেন জানান, তার দোকানের সাটারের তালা ভেঙ্গে কে বা কাহারা ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ সামান্য কিছু টাকা চুরি করে নেয় এবং দোকানের কিছু বই-কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। বিসমিল্লাহ টাইলস দোকানের মালিক মোঃ নজরুল ইসলাম জানান, দোকানের সাটারের তালা ভেঙ্গে কে বা কাহারা দোকানের ভিতরে প্রবেশ করে। তবে দোকানের কোনো মালামাল চুরি হয়নি বলে জানান তিনি।
রাঁধুনী হোটেল এন্ড সুইট দোকানের মালিক আমিরুল ইসলাম ইকু জানান, রাতেই খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, পাংশা মডেল থানা পুলিশ এবং গতকাল ৪ঠা জুলাই সকালে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেন। শহরের মধ্যে চোর চক্রের তৎপরতার ঘটনার নেপথ্য নিয়ে প্রশ্ন উঠেছে।