Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে পরিবেশগত প্রভাব নিরুপণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় পরিবেশগত প্রভাব নিরুপণের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কনস্ট্রাকশন অফ ইমপর্টেন্ট অন রুরাল রোডস প্রজেক্ট এর আওতায় এলজিইডি’র বাস্তবায়নে ইনভায়রনমেন্টাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (ইকিউএমএস)-এর আয়োজনে গতকাল ৪ঠা জুলাই বেলা ১১টায় রতনদিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী, ইকিউএমএস-এর এসিসটেন্ট কনসালটেন্ট শফিকুল ইসলাম, আশিষ ধর, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আনিসুল হক বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ ও ইউপি সদস্য তনয় চক্রবর্তী শম্ভু প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও ইউপি সদস্য মোহাম্মদ আলী ও আঃ লতিফসহ হিরু মোল্লার ঘাটে প্রস্তাবিত ব্রীজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অনেক উন্নয়নমূলক কাজ করছেন। হিরু মোল্লার ঘাটে প্রায় ৩০০ মিটারের এই ব্রীজটি নির্মিত হলে তার প্রতিশ্রুত আরেকটি কাজ সম্পন্ন হবে।
ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে বিজয়ী করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।