Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর নূরনেছা কলেজে একাশক শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েনটেশন ক্লাস ও নবীনবরণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউপির নূরনেছা কলেজে গত ১লা জুলাই ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েনটেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নূরনেছা কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আব্দুস সালামের প্রতিনিধি মোঃ আমিরুল হক, বাংলা বিষয়ের প্রভাষক অর্পনা শারমিন, ইংরেজী বিষয়ের প্রভাষক মোছাঃ আফরোজা আক্তার, অর্থনীতি বিষয়ের প্রভাষক মোঃ ফারুক সরকার ও আইসিটি বিষয়ের প্রভাষক মোঃ রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক ইনজামামুল হক নয়ন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক রিপন হোসেন, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক নাজমুল আলম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক নজরুল ইসলাম, গণিত বিষয়ের প্রভাষক মিলন মাহমুদ ও লাইব্রেরীয়ান চম্পাসহ কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।