Site icon দৈনিক মাতৃকণ্ঠ

চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী আরো ৪সরকারী কর্মচারীর পরিবারের মধ্যে অনুদানের চেক হস্তান্তর

॥স্টাফ রিপোর্টার॥ চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী রাজবাড়ী জেলার আরো ৪জন সরকারী কর্মচারীর পরিবারের মধ্যে মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২৬ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ২রা জুলাই দুপুরে তার অফিস কক্ষে এই সরকারী অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান উপস্থিত ছিলেন।
অনুদানপ্রাপ্তদের মধ্যে কালুখালী উপজেলার ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলীর স্ত্রী সালমা পারভীনকে ৫লক্ষ, পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অফিস সহায়ক আহম্মদ আলীর স্ত্রী বিউটি খাতুনকে ৫লক্ষ, পাংশা উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার মোশতাক আলীর স্ত্রী রহিমা খাতুনকে ৮লক্ষ এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মনোয়ারা খাতুনের স্বামী আলী বাহার রোকন শিকদারকে ৮লক্ষ টাকার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক প্রাপ্ত অনুদানের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য অনুদানপ্রাপ্তদের পরামর্শ দেন।
উল্লেখ্য, ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী ২০১৪ সালের ১০ই মে, বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অফিস সহায়ক আহম্মদ আলী ২০১৫ সালের ৬ই নভেম্বর, পাংশা উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার মোশতাক আলী ২০১৭ সালের ৭ই জুলাই এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মনোয়ারা খাতুন ২০১৭ সালের ১৩ই জানুয়ারী চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করেন।
তাদের মৃত্যুতে জেলা প্রশাসক মোঃ শওকত আলী সরকারী নীতিমালা অনুযায়ী আর্থিক অনুদান প্রদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর সুপারিশপত্র প্রেরণ করেন। তার প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আর্থিক অনুদান বরাদ্দ দেয়া হয়।