Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ঈশ্বরদী কলেজে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

॥স্টাফ রিপোর্টার॥ ঈশ্বরদী সরকারী কলেজের উপাধ্যক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাসহ সারা দেশের বিভিন্ন কলেজে শিক্ষা ক্যাডারদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে রাজবাড়ী সরকারী কলেজে গতকাল ২রা জুলাই বেলা সোয়া ১১টার দিকে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের আয়োজনে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিটের সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান, উপাধ্যক্ষ আহম্মদ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির নেতা সরোয়ার মোর্শেদ খান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, দেশের বিভিন্ন কলেজের শিক্ষা ক্যাডারদের উপর ছাত্র সংগঠনগুলো বেপরোয়া হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। সন্ত্রাসী হামলায় নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন সিলেটের হারুন ও ফরিদপুরের সাজিয়া। শিক্ষকরা যেন আর লাঞ্চিত না হন, সে জন্য সরকারকে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে। মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী ও সহকারী অধ্যাপক এবং প্রভাষকগণ উপস্থিত ছিলেন।