Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় মনোয়ারা কুতুবুদ্দিন কম্পিউটার একাডেমী ও নোভা কম্পিউটার সেন্টার পৃথক দু’টি কেন্দ্রে গত ২৯শে জুন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ পরীক্ষা-২০১৮ (জাতীয় দক্ষতামান ব্যাসিক ৩৬০ ঘন্টা, জানুয়ারী-জুন) অনুষ্ঠিত হয়।
মনোয়ারা কুতুবুদ্দিন কম্পিউটার একাডেমী কেন্দ্রের পরীক্ষা পাংশা সরকারী কলেজে এবং নোভা কম্পিউটার সেন্টার কেন্দ্রের পরীক্ষা পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, কারিকুলাম বিশেষজ্ঞ কৃষিবিদ মোঃ মোস্তফা কামাল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া মনোয়ারা কুতুবুদ্দিন কম্পিউটার একাডেমীর সভাপতি মোঃ মাসুদ-উর-রশিদ জোয়ার্দ্দার, হল সুপার পাংশা সরকারী কলেজের সহকারী অধ্যাপক হাজারী আবুল হাসিম, সহকারী হল সুপার পাংশা সরকারী কলেজের সহকারী অধ্যাপক মেহেদী হাসান লিটনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
মনোয়ারা কুতুবুদ্দিন কম্পিউটার একাডেমী কেন্দ্রে বিভিন্ন কম্পিউটার সেন্টারের ৭২২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও নোভা কম্পিউটার সেন্টার কেন্দ্রে বিভিন্ন কম্পিউটার সেন্টারের ৬৫১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।