Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দের কলেজ ছাত্র রুমানকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার নেই

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র রুমান মোল্যা (১৯)কে গত ২৩শে জুন স্থানীয় কয়েক সন্ত্রাসী পিটিয়ে হত্যা করেছে।
এর একদিন পর গত ২৪শে জুন রাতে নিহতের পিতা আবুল কালাম আজাদ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করলেও ঘটনার ৫দিন অতিবাহিত হলেও থানা পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলা সুত্রে জানাযায়, রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ৃয়া রুমানের বন্ধু সুমন বেপারীর ভাগনিকে গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকার রাসেল নামের এক তরুন প্রায় উত্ত্যক্ত করতো। সম্প্রতি রাসেল ওই স্কুল ছাত্রীকে অপহরনের হুমকি দেয়।
এ বিষয়ে সমুন ওই স্কুল ছাত্রী তার ভাগনি হয় বলে গত ২৩শে জুন দুপুরের দিকে রাসেলকে মুঠোফোনে পরিচয় দিয়ে উত্ত্যক্ত করতে নিষেধ করে। এতে রাসেল আরো ক্ষিপ্ত হয়ে সুমনকে স্থানীয় কাটাখালী বাজারে এসে সাক্ষাতে কথা বলতে বলে। সমুন বন্ধু আকাশ ও ইমনকে সাথে করে বিকেলের দিকে কাটাখালী বাজারে আসলে রাসেল ও তার বন্ধু টিপুর নেতৃত্বে ৬/৭জন সন্ত্রাসী তাদেরকে এলোপাথারী মারপিট করে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এ সময় সুমন কৌশলে বিষয়টি মুঠোফোনে পাশের পাঁচুরিয়া এলাকার বন্ধু রুমান মোল্যাকে ফোনে ঘটনাটি জানায়। রুমান পাঁচুরিয়া থেকে বিকেল ৫টার দিকে দ্রুত মোটর সাইকেল নিয়ে কাটাখালী বাজারে হাজির হন। রুমানের উপস্থিতি দেখে রাসেল ও তার সহযোগী বন্ধু টিপু আরো ক্ষিপ্ত হয়ে রুমানের উপর হামলা চালায়। এ সময় টিপু পাশের দোকানে থাকা কাঠের চলা দিয়ে রুমানের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মাটিতে পরার পর এলোপাথারী মারপিট করতে থাকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে পাঠায়। হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক এসময় রুমানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রুমানের বন্ধু সুমন বেপারী(২০), ইমন গাজী(২০) ও আকাশ খান নামের ৩যুবক আহত হলেও সুমন ও ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সকলে পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে রুমান হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবীতে আজ ২৮শে জুন বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বাজারে নিহতের স্বজন ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হবে। মানববন্ধন শেষে ডিসি-এসপির নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।