॥শিহাবুর রহমান॥ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজবাড়ী পৌরসভার দক্ষিণ অঞ্চলের ফাইনাল খেলা গতকাল ২৭শে জুন শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ১-০ গোলে শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং নুরজাহান হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ট্রাইবেকারে ২-১ গোলে বেড়াডাঙ্গা পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভা মেয়র মহম্মদ আলী চৌধুরী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা শিক্ষা অফিসার(ভারঃ) নৃপেন্দ্র নাথ সরকার উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন। আরো উপস্থিত ছিলেন টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স ও অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
টুর্নামেন্ট পরিচালনা করেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, খোন্দকার জাহাঙ্গীর হোসেন, মোঃ সাহাদত হোসেন, মোঃ আব্দুস সাত্তার ও মোঃ আব্দুল আলিম।
উল্লেখ্য, রাজবাড়ী পৌরসভা ক্লাস্টারের আয়োজনে দক্ষিণ অঞ্চলের ৮টি বিদ্যালয় নিয়ে গত ২৫শে জুন এ টুর্নামেন্ট শুরু হয়।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাঃ বিঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
