Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসায় গত ২৫শে জুন দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, পাংশা শাহজূঁই (রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাঃ আবু মুসা আশয়ারী ও সেনগ্রাম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন।
অনুষ্ঠানে পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তনা দাস, পাংশা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রাশিদা ইয়াসমীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য পারভীন মোরশেদ, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান মিনানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এর আগে পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসায় সততা স্টোর উদ্বোধন করা হয়। পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মতবিনিময় সভা ও সততা স্টোর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।