Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এলজিএসপি-৩ এর রাজবাড়ী জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে জুন সকাল ১০টায় লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর জেলা সমন্বয় কমিটি’র(ডিসিসি’র) সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্যদের মধ্যে সিভিল সার্জন সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন, সদর উপজেলার বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু ও কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ আশেক হাসান।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ এবং কমিটির অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে সরকার গ্রাম অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ রাস্তাঘাট, স্কুল কলেজ সংস্কার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ, ব্রীজ কালভার্ট নির্মাণ, স্যানিটেশন, হাট-বাজারের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। যা সকলের সমন্বয়ে অত্যন্ত স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হচ্ছে। ভবিষ্যতে দেশকে আরো এগিয়ে নিতে এই প্রকল্পের সকল কাজ টেকসইভাবে করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও তিনি শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকগুলো বিদ্যুতের ব্যবস্থা করা, পরিচ্ছন্নতা কর্মীদের ভিজিএফ কার্ড প্রদান, জেলা পরিষদের সকল কাজ উপজেলা ও ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে করা, পৌরসভাগুলোকে নিজেদের উন্নয়ন সাধন, ইউনিয়ন পরিষদের আয়ের উৎস বৃদ্ধি, দৃশ্যমান টেকসই উন্নয়ন, প্রকল্পের টেন্ডার ব্যবস্থার বিভিন্ন বিষয়সহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের উপর বক্তব্য রাখেন।