Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কালুখালীতে র‌্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত

॥মনির হোসেন॥ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৬শে জুন সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, কালুখালী কলেজের অধ্যক্ষ একেএম জয়নাল আবেদীন, হোগলাডাঙ্গী মাদ্রাসার অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেন, মাঝবাড়ী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আনিছুল হক বাবু, কালুখালী প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।