Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণাসহ জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৫শে জুন সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণাসহ জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সফল অভিযান পরিচালনার মাধ্যমে দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। মানুষের মাঝে আস্থার সৃষ্টি হয়েছে। ছেলে-মেয়েরা যাতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িয়ে না পড়ে সে জন্য পিতা মাতা অভিভাবকদের সন্তানের প্রতি বিশেষ নজর রাখার গুরুত্বারোপ করা হয়। যুব ও যুব মহিলার ৩০জনের একটি ব্যাচ দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করে।