Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মিজানপুরে ৫২০ ফুট দৈর্ঘ্যরে পতাকা টানিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা!

॥রফিকুল ইসলাম॥ রাশিয়ায় শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও মেতেছে ফুটবল জ্বরে। ফুটবলপ্রেমীরা তাদের নিজ নিজ পছন্দের দেশের পতাকা টানিয়ে সমর্থন জানাচ্ছেন।
অন্য সবার মতো রাজবাড়ীর ফুটবল ভক্তরাও মেতেছে বিশ্বকাপ উন্মাদনায়। জেলার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানীসহ বিভিন্ন দেশের রং-বেরংয়ের পতাকা। এরই মধ্যে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের নিজ বাড়ীর সামনে আর্জেন্টিনার ৫২০ ফুট দৈর্ঘ্যরে বিশাল পতাকা টানিয়ে আলোচনায় উঠে এসেছেন মিজানপুর ইউনিয়ন (পশ্চিমাঞ্চল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ বিশ্বাস। তার বাড়ীর সামনে থেকে মহাদেবপুর প্রাইমারী স্কুল পর্যন্ত বিশাল এলাকাজুড়ে টানানো পতাকাটি আর্জেন্টিনার ভক্ত-সমর্থকসহ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। যা দেখে সকলেই মুগ্ধ হচ্ছেন। এমনকি পতাকাটি দেখতে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসছে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজ বিশ্বাস বলেন, রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে। এই বিশ্বকাপে এলাকার আমরা যারা আর্জেন্টিনার ভক্ত-সমর্থক রয়েছি তাদের পক্ষ থেকে আমার উদ্যোগে মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম, গোলাম রসুল রানা, আজাদ হোসেন মিন্টু, নিবিড়, জুয়েল, রাজা আহম্মেদ, শরীফ মৃধা, আরিফ,সজীব, শুভ, আতিয়ার, মারুফ, সবুজ, রতন, শাকিব, রবিন, শিকদার শামীম, তাজিন, ফরহাদ, মেহেদী, নিশাত প্রমুখ মিলে এই পতাকাটি টানিয়েছি। প্রথম ২টি ম্যাচের ফলাফল আশানুরূপ না হলেও আমরা এখনো আশাবাদী বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জয় করবে।