॥কবির হোসেন॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১৬ই জানুয়ারী সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামীলীগের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন।
এ সময় রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সহ-সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল হাসান আশা ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক প্রমুখ উপস্থিত ছিলেন। রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের ২০০ জন দরিদ্র কর্মীর মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
শীতার্তদের মধ্যে এমপি কাজী কেরামত আলীর কম্বল বিতরণ
