Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিজিবি’র রূপকার সাবেক মহাপরিচালক আজিজ আহমেদ নতুন সেনাপ্রধান নিযুক্ত

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল(কিউএমজি) ও বিজিবির সাবেক মহাপরিচালকের লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, পিবিজিএ, এনডিসি, পিএসসিজি’কে জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২৫শে জুন তারিখে তিনি দায়িত্বগ্রহণ করবেন।
জেনারেল আজিজ আহমেদ ৮ম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ১০ই জুন ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারী কোরে কমিশন লাভ করেন। চাকুরী জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ৪বছর বিজিবির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
তিনি একটি পদাতিক ডিভিশন ও আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি এবং কিউএমজি ছিলেন। তার সময়েই বিজিবি কল্যাণ ট্রাস্টের অধীনে সীমান্ত ব্যাংকের যাত্রা শুরু হয়। সীমান্তে গুলিবর্ষণ শূন্যের কোঠায় নেমে আসে। বিজিবিতে অবস্থানকালীন সময়ে প্রতিটি বিজিবি সদস্যদের সুবিধা অসুবিধা নিয়ে ভাবতেন এবং তাদের উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। স্ত্রী ও তিন পুত্র নিয়ে সুখী এই জেনারেল অবসরে বই পড়তে ও গলফ খেলতে ভালোবাসেন।