Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মাছপাড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টবলের নিহত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ কনস্টবল আলমগীর হোসেন(৩৫) গত ১৮ই জুন রাত সোয়া ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মাছপাড়া ইউপির নওপাড়া পাগলের বটতলা মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তার বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার উমরনগর গ্রামে। পিতার নাম গোলাম সরোয়ার মোল্লা। অপরাধ প্রবণতা রোধে সড়কে টহল কার্যক্রমে পুলিশের রিকুইজেশন করা একটি মাইক্রোবাস উল্লেখিত স্থানে পার্কিং করার সময় অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পানিতে পড়লে চাপা পড়ে নিহত হন তিনি।
দ্রুত উদ্ধার করে পাংশা হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় কমবেশি আহত হন সড়কে টহল কার্যক্রমে অংশগ্রহণকারী টিমের মাইক্রোবাসে থাকা এস.আই শাহীন মোল্লা, পুলিশ কনস্টবল জসিম ও শওকত।
এদিকে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টবল আলমগীর হোসেনের মৃত্যুর খবর জেনে পাংশা হাসপাতালে ছুটে যান রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহসহ জেলা ও থানা পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা।