Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ঢাকায় সাংবাদিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠান॥দেশের ইতিহাসে প্রথম সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন —তথ্যমন্ত্রী

॥স্টাফ রিপোর্টার॥ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগুনযুদ্ধে পরাজিত বিএনপি মিথ্যাচারের রাজনীতি করছে।
গতকাল ১৪ই জুন রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০১৭-২০১৮ অর্থ বছরের বরাদ্দ থেকে সাংবাদিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, গত সাড়ে নয় বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিএনপির লাগাতার নাশকতা, অন্তর্ঘাত ও আগুনসন্ত্রাসের মধ্যেই বিস্ময়কর উন্নয়ন সাধন করে তাদের পরাজিত করেছেন। পরাজিত বিএনপি এখনো জনগণের কাছে ক্ষমা না চেয়ে, আত্মসমর্পণ না করে মিথ্যাচারের রাজনীতি বেছে নিয়েছে, যা গণতন্ত্রের সাথে যায়না, বলেন তিনি।
তথ্যমন্ত্রী এ সময় সাংবাদিকদের জন্য সরকারী সহায়তা শুধু অনুদানের চেকেই সীমাবদ্ধ থাকবে না, তাদের চিকিৎসা, বাসস্থান, সন্তানদের শিক্ষা, ঋণ প্রভৃতি খাতেও বিস্তৃত হবে বলে জানান। এই ট্রাস্টকে সাংবাদিকদের জন্য শেখ হাসিনার তৈরি একটি স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা বলে বর্ণনা করেন তিনি।
বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য সচিব আবদুল মালেক বলেন, দেশের ইতিহাসে প্রথম সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট গঠন করে প্রধানমন্ত্রী যে নজীর স্থাপন করেছেন, তা গণমাধ্যমের প্রতি তাঁর মমতা ও আন্তরিকতার পরিচয়ই বহন করে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মন্ত্রী এবং সচিব এসময় উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা জানান। পিআইবি মহাপরিচালক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে ৫১জন সাংবাদিকের হাতে চেক তুলে দেন তারা।